অধ্যায় ১.২ : ফরেক্স ট্রেডিং সুবিধা, প্রধান অংশগ্রহণকারী

ফরেক্স মার্কেটের সুবিধাঃ অনন্য আর্থিক বাজার থেকীই বাজারের কিছু বহুমুখী
সুবিধা আছে।

ü ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রাবাজার, এই বাজারে মুদ্রার দাম বিভিন্ন দেশের
অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিয়ত নিজেই পরিবর্তন হয়। এই
বাজারের মুদ্রার দামের উপর নির্ভর করে পৃথিবীর সব দেশের ব্যাংক সহ সকল আর্থিক
প্রতিষ্ঠানের মুদ্রার দাম।

ü একক কারো প্রতিনিধিত্ত্ব এই বাজারে কোন রূপ প্রতিফলন তৈরি করতে পারে না। স্বয়ং
বিলগেটস এর পুরো অর্থের সামর্থ্য নাই এই বাজারকে পরিবর্তন করার।

ü দামের উর্ধ্বগতি বা নিম্নগতি উভয় গতিতে প্রফিট করা যায়।

ü এখানে মধ্য কোন স্বত্তাধিকারী নেই তাই আপনি সরাসরি ক্রয় বিক্রয় করতে পারবেন।

ü ইহা একটি গ্লোবাল মার্কেট তাই আপনি বিশ্বের যেকোন স্থান থেকে আপনার ট্রেড
পরিচালনা করতে পারবেন।

ü ইহায় একমাত্র বাজার যা যা সপ্তাহে সোম থেকে শুক্রবার ২৪ ঘন্টা খোলা থাকে চারটি
ভিন্ন ভিন্ন সেশনে।

ü ফলে যেকোন পেশার মানুষ তাদের সুবিধা মত দিনে কিংবা রাতে যেকোন সময় ট্রেড
করতে পারে। এবং শনি ও রবিবার এই মার্কেটের সকল লেনদেন বন্ধ থাকে বা ছুটি
পালন করা হয়।

ü এই মার্কেটে আপনি স্বাধীন ইনভেস্টর অর্থাৎ এই মার্কেট এ সর্ব নিম্ন কিংবা সর্বোচ্চ
কোন ইনভেস্টমেন্ট বাধ্যবাধকতা নেই। ফলে আপনি আপনার সামর্থ্য মত যে কোন
পরিমান ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারেন।

ü মূল ট্রেড শুরু করার পুর্বে আপনি ট্রেড করার জন্য প্রস্তুত কিনা সে প্রস্তুতিটাও আপনি
সেরে নিতে পারবেন ডেমো ট্রেড এর মাধ্যমে ভার্চুয়াল মানি দিয়ে।

ü এই বাজারে আপনি আপনার সিমিত টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য
লিভারেজ সুবিধা পাবেন। 

ü এটি একটি স্পট ট্রেড বা কন্টিনিয়াস ফ্লো মার্কেট যেখানে আপনাকে কোন শেয়ার ক্রয়
করে তা বিক্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষ্যা করতে হবে না। অর্থাৎ আপনি মুহুর্তের মধ্যে
আপনার ট্রেড সম্পুর্ণ করতে পারবেন।

ü আপনার সকল লেনদেন আপনার ব্যাক্তিগত একটি একাউন্ট এর মাধ্যমে পরিচালিত
হবে যেখানে অন্য কারো এক্সেস করার সুযোগ নেই। তাই আপনি ১০০% সিকিউর।

ü আপনি আপনার ডিপোজিট বা ইউথড্র যে কোন আন্তর্জাতিক বৈধ মাধ্যম ব্যবহার করে
আপনি নিজেই করতে পারবেন।

ফরেক্স মার্কেট এর মূল অংশগ্রহণকারিঃ

প্রযুক্তিগত উন্নয়ন এবং লেনদেন সহজলব্ধতার কারনে বিভিন্ন আর্থিক/ অ-আর্থিক প্রতিষ্ঠান সহ বৈদেশিক মুদ্রার বাজারের প্রধান অংশগ্রহণকারী হলঃ ব্যাংক, কেন্দ্রিয় ব্যাংক, বানিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাক্তিগত বিনিয়োগকারীরা ও ব্যবসায়ী। এবং ব্রোকার প্রতিষ্ঠানগুলো নানা রকম সুবিধা প্রদান এর মাধ্যমে ব্যাপক ভাবে লাভবান।

মার্কেট ভলিউম অনুসারে বিভিন্ন কেন্দ্রিয় ব্যাঙ্কঃ

Rank
Bank Name
% of volume
1
Deutsche Bank
19.30%
2
UBS AG
14.85%
3
Citi Bank
9%
4
Royal Bank of Scotland
8.90%
5
Barclays Bank
8.80%
6
Bank of America
5.29%
7
BSBC
4.36%
8
Goldman sachs
4.14%

সবচেয়ে গুরুত্বপুর্ন যে সব ব্যাংকের ফরেক্স সম্পৃক্ততাঃ

 The Federal Reserve(US central Bank)
The Bank of Japan
The Bank of England
 The Bank of Canada
 The Swiss National Bank
 The European Central Bank
The Reserve Bank of Australia

No comments:

Post a Comment